নিম্ন আয়ের মানুষদের ত্রাণ দিলেন ডিহী ইউপি চেয়ারম্যান

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর) | 2023-08-18 20:42:14

করোনাভাইরাসের প্রভাবে যশোরের শার্শার ডিহী ইউনিয়নের ১৭টি গ্রামের নিম্ন আয়ের মানুষ অনাহারে-অর্ধাহারে জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে ব্যক্তিগত উদ্যোগে ৫০০ নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ডিহী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হোসেন আলী।

সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে এই ত্রাণ বিতরণ করা হয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে এই ত্রাণ বিতরণে সহযোগিতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা।

ইউপি চেয়ারম্যান হোসেন আলী জানান, সরকারের পক্ষ থেকে যে ত্রাণ এসেছে তা প্রয়োজনের চেয়ে কম। এ কারণে অনেক নিম্ন আয়ের মানুষ ত্রাণ পাননি। তাই ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী ৫০০ নিম্ন আয়ের মানুষের এক সপ্তাহের খাওয়ার জন্য চাল, ডালসহ খাদ্যদ্রব বিতরণ করা হয়েছে। দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাধ্যমতো এ ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।

এ সময় নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তশালীদের আহ্বান জানিয়েছেন ইউপি চেয়ারম্যান হোসেন আলী।

এ সম্পর্কিত আরও খবর