প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে কৃষকদের সহযোগিতায় মাঠে ধান কাটায় নেমেছেন ফেনী জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে দুশ্চিন্তামুক্ত হচ্ছেন কৃষকরা।
সোমবার (২০ এপ্রিল) ফেনীর সোনাগাজী উপজেলার চর শাহভিকারী কেরামতিয়া বাজার এলাকায় ধান কাটতে মাঠে নামেন তারা।
স্থানীয় কৃষক সাহাবউদ্দিন বলেন, ‘পরিবহন বন্ধ থাকায় দিনমজুরের সংকট দেখা দেওয়ায় মজুরি বেড়ে গেছে। আমার ৩ একর জমিতে ধান পেকে গেছে। অতিরিক্ত খরচ বহন করে মজুরি দেওয়ার সামর্থ্য নেই। এ সময় ধান কাটায় ছাত্রলীগের ভূমিকা আমায় আশ্বস্ত করেছে।’
সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন, ‘ছাত্রলীগ সৃষ্টির পর থেকে দেশের প্রত্যেকটি প্রয়োজনে সামনে দাঁড়িয়েছে। আবাদি জমি বেশি হওয়ায় সোনাগাজী ফেনীর খাদ্যভাণ্ডার। প্রতিকূল পরিস্থিতিতে ফেনী জেলা ছাত্রলীগ কৃষকের পাশে দাঁড়িয়ে নিজেদের ঐতিহ্যের কথা মানুষকে মনে করিয়ে দিয়েছে।’
ফেনী জেলা ছাত্রলীগ সভাপতি এম সালাহউদ্দিন ফিরোজ বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা ধানকাটা কর্মসূচি গ্রহণ করেছি। সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এ বিষয়ে প্রত্যক্ষ নির্দেশনা দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘এখানে কৃষকদের সঙ্গে কথা বলেছি, তাদের নিশ্চয়তা দিয়েছি যতদিন আমাদের প্রয়োজন হবে ততদিন তারা আমাদের সহযোগিতা পাবে।’
সোনাগাজী উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন বলেন, ‘আমাদের ৬০জন নেতাকর্মী দুই দলে ভাগ হয়ে ধান কাটার কাজ করছি। উপজেলায় কৃষকদের সহযোগিতায় আমাদের ১০টি দল মাঠে কাজ করবে।’
সোনাগাজী উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন মজুমদার বলেন, ‘এখানে ১ হাজার ১১০ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ হয়েছে। আশা করা যায় বাম্পার ফলন হবে।’