রমেকে পিপিই দিলেন কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-31 20:11:46

রংপুর মেডিকেল কলেজের চিকিৎসকদের জন্য পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ ডা. নূর-উন-নবী লাইজুর কাছে উন্নতমানের ১০০ পিপিই হস্তান্তর করেন কলেজটির প্রাক্তন ছাত্ররা।

দেশের এই ক্রান্তিকালে চিকিৎসকদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে পিপিই প্রদান করায় কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন রমেক অধ্যক্ষ ডা. নুরুন্নবী লাইজু ।

তিনি বলেন, বৈশ্বিক এই মহামারিতে সরকারের পাশাপাশি সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করলে করোনা মোকাবিলা সহজ হবে। এই ‍জাতীয় সংকটে আমাদের মানবিক সবার মধ্যে চিন্তা চেতনাকে জাগ্রত করতে হতে হবে। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মানতে হবে। তবেই জীবনের ঝুঁকি নিয়ে সেবা দেয়া চিকিৎসকরা প্রশান্তি পাবে।

এ সময় কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সংগঠক আব্দুর রাজ্জাক, শাফিয়ার রহমান, আলতাব হোসেন, খন্দকার ফখরুল আনাম বেঞ্জু , মেরিনা লাভলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর