গোপালগঞ্জে ৩ লাখ ২৫ হাজার পরিবারের জন্য তৈরি হচ্ছে পারিবারিক কার্ড। কোন পরিবার সরকারি সহযোগিতা পেলে এই কার্ডে তার প্রমাণ থাকবে।
এ, বি, সি, ডি এবং ই— এই পাঁচ ক্যাটাগরিতে তৈরি হচ্ছে পারিবারিক পরিচিতি কার্ড। প্রতি ক্যাটাগরির পরিবারের মাঝে পর্যায়ক্রমে সরকারি রেশন পৌঁছে দেওয়া হবে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পারিবারিক পরিচিতি কার্ডের তথ্য তুলে ধরেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
জেলা প্রশাসক গোপালগঞ্জে করোনা পরিস্থিতি ও ত্রাণ বিতরণের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন ও করোনা মোকাবিলায় সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন মতামত নেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল বাকী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিকুর রহমান খান, এনডিসি মাহাবুবুল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খান উপস্থিত ছিলেন।