লক্ষ্মীপুরের রায়পুরে বজ্রপাতে শাহজাহান সর্দার (৫৫) নামে এক চা দোকানির মৃত্যু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের বালুরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত শাহজাহান চরকাচিয়া গ্রামের বাসিন্দা ও পেশায় চা দোকানদার।
জানা গেছে, দুপুরে দোকান বন্ধ করে মেঘনা নদীর পাড় দিয়ে শাহজাহান বাড়ি যাচ্ছিলেন। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। তার ৫ ছেলে ও দুই মেয়ে রয়েছে।
দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ মো. মিন্টু ফরায়েজী বলেন, প্রশাসনকে জানিয়ে নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।