চাঁপাইনবাবগঞ্জে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
তিনি জানান, সোমবার রাজশাহীর পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্টে একজন করোনা পজিটিভ পাওয়া গেছে।
জেলা প্রশাসক বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ওই বাসিন্দা গত ১৫ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে ফিরেছিলেন। পরদিনই করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল।
তিনি আরো জানান, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য ওই ব্যক্তির বাড়িতে নিয়মিত পুলিশের তদারকি ছিল। তাই তার দ্বারা অন্য কেউ সংক্রমিত হওয়ার খুব একটা আশঙ্কা করা হচ্ছে না।