করোনা ইস্যুতে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে অনলাইন বৈঠক বুধবার

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 21:41:37

কোভিড-১৯ মহামারি সংক্রান্ত সমস্যা সমাধানে বুধবার (২২ এপ্রিল) অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কার্যনির্বাহী কমিটির একটি  বৈঠক করবে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ বৈঠকে অংশ নেবেন।

এ মহামারি সংঘটিত হওয়ার পর থেকে ওআইসি কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও প্রচারের একটি অংশ হিসাবে এই বৈঠকটি আয়োজন করছে। বৈঠকে সদস্য দেশগুলোর জনস্বাস্থ্য, সুরক্ষা এবং তাদের আর্থিক স্থিতিশীলতার উপর করোনার মহামারির প্রভাবগুলো পর্যালোচনা করা হবে বলে আশা করা হচ্ছে।

বর্তমান ওআইসির কার্যনির্বাহী কমিটিতে ছয় সদস্য দেশ- বাংলাদেশ, তুরস্ক, সৌদি আরব, গাম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং নাইজার রয়েছে। সৌদি আরবের সভাপতিত্বে এ বৈঠকে এই ছয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও ওআইসির সেক্রেটারি জেনারেল উপস্থিত থাকবেন।

এ সম্পর্কিত আরও খবর