করোনার টেস্টিং কিট মজুতকারীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 01:16:40

রাজধানীর রাজারবাগের শহীদবাগ এলাকায় অবৈধভাবে করোনা টেস্টিং কিট মজুতকারীদের সন্ধান পেয়ে র‍্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহীদবাগ এলাকায় এই অভিযান পরিচালনা শুরু হয়। সেখানে করোনা টেস্টিং কিট পাওয়া গেছে বলে বার্তা২৪.কমকে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক সুজয় সরকার।

অভিযানে উপস্থিত এক র‍্যাব-৩ এর কর্মকর্তা জানান, সেখান থেকে এখন পর্যন্ত ৩ জনকে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একটি গুদামে অভিযান পরিচালনা করা হবে।

অভিযান পরিচালনা করছেন, র‍্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

র‍্যাবের এই ম্যাজিস্ট্রেট বলেন, এসব টেস্টিং কিট অন্য কারো কাছে রাখার সুযোগ নেই। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

এ সম্পর্কিত আরও খবর