নতুন আক্রান্ত ৪৩৪, মোট আক্রান্ত ৩৩৮২

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 20:41:05

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৩৪ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৮২ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন মারা গেছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে ১১০ জনের প্রাণহানি হলো।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩৮২ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১০ জনে।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ জন, এ পর্যন্ত মোট সুস্থ হলেন ৮৭ জন কোভিড-১৯ রোগী।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ১২৮ জনের, যা আগের দিনের তুলনা ৩ দশমিক ৭ শতাংশ বেশি। করোনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৭৭৯ জনের, যা আগের দিনের তুলনায় ৭ শতাংশ বেশি।

ডা. নাসিমা সুলতানা আরও জানান, মৃতদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৪ জন নারী। বয়সের হিসাবে ৬০ এর উপরে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন এবং ৪১ থেকে ৫০ এর মধ্যে ৩ জন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৮৯ জনকে। বর্তমানে মোট ৭৬৫ জন আইসোলেশনে আছেন বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।

এ সম্পর্কিত আরও খবর