ত্রাণের দাবিতে ইউএনও কার্যালয় ঘেরাও করে আদিবাসীদের বিক্ষোভ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, দিনাজপুর | 2023-08-23 04:47:19

ত্রাণের দাবিতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে আদিবাসীরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে ঝড়ো হাওয়া ও বৃষ্টির মধ্যে এ বিক্ষোভ করে তারা।

জানা গেছে, করোনাভাইরাসের কারণে বীরগঞ্জ উপজেলার নিম্ন আয়ের আদিবাসীরা অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। এ কারণে ত্রাণের দাবিতে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে তারা।

আদিবাসীরা বলেন, ‘আমরা করোনার কারণে ঘর থেকে বের হতে পারছি না। আমরা গরিব মানুষ। দিন আনি দিন খাই। কাজ না করলে না খেয়ে থাকতে হয়। এখনো আমরা কোনো ত্রাণ পাইনি। তাই ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছি।’

বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়মিন হোসেন বলেন, ‘বীরগঞ্জ পৌর এলাকায় ত্রাণ দেয়ার দায়িত্ব পৌর মেয়রের। আমি তাদের সঙ্গে কথা বলেছি। আদিবাসী যারা এখনো ত্রাণ পাননি তাদের তালিকা তৈরি করা হবে। পর্যায়ক্রমে তারা ত্রাণ পাবে।’

এ সম্পর্কিত আরও খবর