দ্রুত বোরো ধান কেটে ঘরে তোলার তাগিদ কৃষিমন্ত্রীর

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা | 2023-08-26 03:57:46

নেত্রকোনার হাওরাঞ্চলের কৃষকদেরকে দ্রুত পাকা বোরো ধান কেটে ঘরে তোলার তাগিদ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে নেত্রকোনার হাওর এলাকা খালিয়াজুরী ও মদন উপজেলার বিভিন্ন হাওরে কৃষকদের বোরো ধান কাটা পরিদর্শনকালে মন্ত্রী এ তাগিদ দেন।

স্থানীয় কৃষকদের সাথে কথা বলে এ সময় মন্ত্রী তাদের সার্বিক খোঁজ-খবর নেন।

এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিলসহ দলীয় নেতাকর্মীরা কৃষি মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রভাবে নেত্রকোনার হাওরাঞ্চলে বোরো ধান কেটে ঘরে তুলতে শ্রমিক সংকট দেখা দেয়। এতে চরম হতাশায় পড়েন হাওর এলাকার কৃষকরা। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড আগাম বন্যার পূর্বাভাস দিয়ে কৃষকদের দ্রুত বোরো ধান কেটে ঘরে তোলার কথা জানায়। এ অবস্থায় সরকার ভর্তুকি মূল্যে ৪০টি কম্বাইন হারভেস্টান মেশিন প্রদান করে। এ পর্যন্ত হাওর এলাকার প্রায় ৩০ শতাংশের বেশি জমির ধান কৃষকরা কেটে ঘরে তুলতে সক্ষম হয়েছেন। অল্প সময়ের মধ্যেই শতভাগ ধান কেটে ঘরে তোলা সম্ভব হবে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ।

এ সম্পর্কিত আরও খবর