রংপুরে লকডাউন না মানায় ২৬ মামলায় জরিমানা ৭৬ হাজার টাকা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-31 16:40:28

রংপুরে করোনা রোধে সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ২৬টি মামলা দায়ের করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে মামলার বিবাদীদের প্রায় ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় রংপুর জেলা প্রশাসক আসিব আহসান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

লকডাউন অমান্য করায় জরিমানা করছেন ম্যাজিস্ট্রেট, ছবি: বার্তা২৪.কম

তিনি জানান, করোনার সংক্রমণ ঝুঁকি এড়াতে জনগণকে বিভিন্নভাবে সচেতন ও সতর্ক করা হচ্ছে। একই সাথে লকডাউনে স্বাস্থ্যবিধি ও সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় রংপুর সিটি করপোরেশন এলাকাসহ জেলার কাউনিয়া, বদরগঞ্জ ও গঙ্গাচড়া উপজেলায় লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৬টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার বিবাদী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭৫ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।

লকডাউন অমান্য করায় জরিমানা করছেন ম্যাজিস্ট্রেট, ছবি: বার্তা২৪.কম

ভ্রাম্যমাণ আদালত পরিচালিত মামলাগুলোর মধ্যে রংপুর সিটি করপোরেশন এলাকায় ছয়টি মামলায় ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়। গঙ্গাচড়া উপজেলায় দু্’টি মামলায় দুই হাজার ৩০০ টাকা, বদরগঞ্জে চারটি মামলায় ২৫ হাজার টাকা এবং কাউনিয়া উপজেলায় ১৪টি মামলায় পাঁচ হাজার ৩০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সম্পর্কিত আরও খবর