মেহেরপুরে প্রথম করোনা রোগী শনাক্ত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর | 2023-08-21 06:27:43

মেহেরপুরে প্রথম একজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ৪০ বছর বয়সী করোনায় আক্রান্ত ওই রোগী ব্র্যাকের যক্ষ্মা প্রতিরোধ বিভাগে কর্মরত।

করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে মুজিবনগর উপজেলার বল্লভপু‌র গ্রামে তার ভাড়া বাড়ি লকডাউন করেছে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন।

আক্রান্ত ব্যক্তির বাড়ির মালিক জানান, ৪ মাস আগে ব্র্যাকের যক্ষ্মা প্রতিরোধ সাতক্ষীরা অফিস থেকে বদলি হয়ে মুজিবনগর অফিসে যোগদান করেন ওই ব্যক্তি। এরপর সপরিবারে ওই ভাড়া বাসায় থাকা শুরু করেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে য‌শোর বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ববিদ্যালয়ে ল্যা‌বে পরীক্ষা করা হয়। এরপর রিপোর্টে করোনা পজিটিভ আসে। মূলত তার শরীরে কোনো ধরনের উপসর্গ ছিল না। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে করোনায় আক্রান্ত হন তিনি। রাতেই প্রশাসন ওই ভাড়াবাড়ি লকডাউন করে দেয়।

বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন জানান, আক্রান্ত ব্যক্তির মধ্যে কোনো ধরনের উপসর্গ নেই। আক্রান্ত ওই ব্যক্তি এক সপ্তাহে কার কার সঙ্গে মিশেছেন তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর