বেনাপোলে ইমিগ্রেশন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর) | 2023-08-28 13:02:31

বেনাপোল স্থলবন্দরে কর্মরত নিয়তি বড়াল নামে এক স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যশোরের শার্শা উপজেলায় তিনিই প্রথম আক্রান্ত ব্যক্তি।

করোনা আক্রান্ত নিয়তি বড়াল শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার।

যশোর জেলা সিভিল সার্জন আবু শাহিন বিষয়টি নিশ্চিত করেন বলেন, কিছুদিন আগে হঠাৎ নিয়তি বড়াল জ্বর অনুভব করলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। বুধবার সকালে তার পজেটিভ রিপোর্ট আসে।

শার্শা উপজেলা মেডিকেল অফিসার আজিম উদ্দীন বলেন, নিয়তি বড়াল উপজেলা কমিউনিটি ক্লিনিকের উপ-সহকারী মেডিকেল অফিসার। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে তিনি বেনাপোল বন্দরের ইমিগ্রেশন এলাকায় ভারতফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার কাজে নিয়োজিত ছিলেন। কয়েক দিন আগে হঠাৎ তিনি0 সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন।

পরে তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় ফলাফল পজেটিভ আসে। বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন নিয়তি বড়াল।

গতকাল পর্যন্ত শার্শায় মোট ৩৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো। বুধবার সকালে তাদের প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে নিয়তি বড়ালের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে।

এ সম্পর্কিত আরও খবর