কৃষকের ধান মাঠ থেকে গোলায় তুলে দিল যুবলীগ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর | 2023-08-25 02:21:48

লক্ষ্মীপুরের রায়পুরে পাকা ধান কেটে মাড়াই করে কৃষকের গোলায় তুলে দিলেন যুবলীগের নেতাকর্মীরা।

বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চরমোহনা গ্রামের আবদুল মোতালেবের ৩০ শতাংশ জমির ধান কেটে দেন তারা।

উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক তারেক আজিজ জনির নেতৃত্বে নেতাকর্মীরা ধান কাটায় অংশগ্রহণ করেন। সেই ধান মাড়াই করে কৃষকের বাড়িতে নিয়ে গোলায়ও তুলে দেন তারা।

দলীয় সূত্র জানায়, করোনাভাইরাস সংকট নিরসনে যুবলীগ নেতা জনি ব্যক্তিগত উদ্যোগে গৃহবন্দী থাকা কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। তার এই কাজ এখনো অব্যাহত আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও জেলা যুবলীগের অনুপ্রেরণায় জনির নেতৃত্বে কৃষকের ধান কেটে দেওয়া হচ্ছে। যারা শ্রমিক ও টাকার অভাবে ধান কাটাতে পারবেন না তাদের সহযোগিতায় যুবলীগের নেতাকর্মীরা কাজ করবেন।

কৃষকের ধান কাটছেন যুবলীগের নেতাকর্মীরা

জানতে চাইলে যুবলীগ নেতা তারেক আজিজ জনি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে শ্রমিকসহ সব শ্রেণি পেশার মানুষ গৃহবন্দী। এতে কৃষকরা ধান কাটতে হিমসিম খাচ্ছে। তাই আমি নেতাকর্মীদের নিয়ে ওই কৃষকের জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছি।

এ সম্পর্কিত আরও খবর