বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। ২০ মিনিটের এই শিলাবৃষ্টিতে আধাপাকা ধানসহ অন্যান্য বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
বুধবার (২২ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার ভরতেতুলিয়া, ভড়-মাজগ্রাম, রুপিহার, রায়পাড়া, নামুইটসহ বিভিন্ন গ্রামে শিলাবৃষ্টি শুরু হয়। ২০ মিনিট স্থায়ী শিলাবৃষ্টিতে গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। বৃষ্টি থেমে যাওয়ার পরও বিভিন্ন গ্রামের মাঠে পড়ে থাকতে দেখা যায় বড় বড় শিল। শিলের আঘাতে অসংখ্য বাড়ির চালের টিন ছিদ্র হয়ে গেছে। ক্ষতি হয়েছে আম, লিচুসহ মাঠের আধা পাকা বোরো ধানের।
নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার মো. আদনান বাবু বার্তা২৪.কম-কে বলেন, উপজেলায় ২০ হাজার ১৫৫ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের চাষ করা হয়েছে। শিলাবৃষ্টির কারণে ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হতে পারে। তবে আর কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ধান কাটা-মাড়াইয়ের কাজ শেষে কৃষকরা ভালোভাবেই ফসল ঘরে তুলতে পারবেন।