ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা | 2023-08-25 15:01:19

দেশে বর্তমানে কর‌োনা পরিস্থিতির কারণে শ্রমিক সংকট থাকায় খুলনায় কৃষকের মাঠের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বুধবার (২২ এপ্রিল) দিনভর খুলনার বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে অসহায় কৃষকের জমির ধান ‌কেটে‌ বাড়ি পৌঁছে দেন মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীরা। এর আগে মঙ্গলবারও ছাত্রলীগের কর্মীরা কৃষকের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে।

স্থানীয় কৃষক আহমেদ মোল্লা বলেন, পরিবহন বন্ধ হওয়ায় দিনমজুরের সংকট দেখা দেওয়ায় মজুরিও বেড়ে গেছে অনেক। আমার ২ বিঘা জমির ধান পেকে গেছে। অথচ অতিরিক্ত খরচ বহন করে মজুরি দেওয়ার সামর্থ্য নেই। ছাত্রলীগের ছেলেরা জমির ধান কেটে দেয়ায় আমার খুব উপকার হয়েছে। সবাই যদি এভাবে আমাদের পাশে দাঁড়ায় তাহলে আমরা বড় রকমের ক্ষতির হাত থেকে রক্ষা পাবো।

খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল ইসলাম সুজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা ধান কাটা কর্মসূচি গ্রহণ করেছি। কৃষকদের সুবিধার্থে জমির ধান কাটার এই কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে। তাদের নিশ্চয়তা দিয়েছি যতদিন আমাদের প্রয়োজন হবে ততদিন তারা আমাদের সহযোগিতা পাবেন।

তি‌নি আরও বলেন, যদি কারো এমন সাহায্যের প্রয়োজন হয় আমাকে ফোন করলে বা যেকোনো ভাবে জানালে আমরা অবশ্যই কৃষকদের পাশে দাঁড়াবো।

উল্লেখ‌্য, দেশে করোনাভাইরাসের কারণে লকডাউন থাকায় অসহায় কৃষকরা লোকবল না থাকায় বিপাকে পড়েছিলো। কিভাবে ধান কাটবে, বাড়ি নিবে, মাড়াই করবে কোথা হতে অর্থ সংস্থান পাবে তা নিয়ে দু‌শ্চিন্তাগ্রস্ত ছিলো। এমনই এক ক্রান্তিলগ্নে অসহায় হয়ে পড়া কৃষকদের পাশে দাঁড়ানোয় গ্রামের কৃষকরা একটু হলেও আশার আলো দেখতে পাচ্ছেন।

ধান কাটার কার্যক্রমে ছাত্রলীগের সাথে উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা বালিয়াডাঙ্গা ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল শেখ, ইউপি সদস্য মো. বেনজীর আহমেদ, আনিসুর রহমান, ইকরাম শেখ, হাজী আব্দুল মালেক কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রিয়াদ খান, শাকিল, ইমাম, রাহাত দ্বীপ, মো. রনি, তুহিন, ইয়াসিন, ইমরান, নয়নসহ অন্যান্য ছাত্রলীগ কর্মীরা।

এ সম্পর্কিত আরও খবর