দেশে করোনা আক্রান্ত রোগীর ৮৫ ভাগই ঢাকার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 18:10:44

দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে ৮৫ দশমিক ২৬ শতাংশই ঢাকা সিটি ও বিভাগের। ঢাকা সিটির মধ্যে সর্বাধিক আক্রান্ত হয়েছেন ৪৫ দশমিক ৫১ শতাংশ মানুষ।

বৃস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা বিভাগের জেলাগুলোর মধ্যে সর্বাধিক আক্রান্ত ঢাকা, তারপর নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলা।

ডা.নাসিমা সুলতানা বলেন, দেশে ৫৮ জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল ৫৫ জেলায় রোগী শনাক্ত করা হয়েছিল। আজ আরও তিন জেলায় শনাক্ত হয়েছে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৭ জন মারা গেছেন ও ৪১৪ জন আক্রান্ত হয়েছেন। মৃতদের মধ্যে ৫ জন পুরুষ এবং ২ জন নারী। তারা সবাই ঢাকার। মোট আক্রান্তদের মধ্যে ৬৮ শতাংশ পুরুষ ও ৩২ শতাংশ মহিলা।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: দেশে এক দিনে করোনায় ৭ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৪১৪

দেশে করোনা আক্রান্ত ৪১৮৬ জন, মৃত ১২৭

একদিনে সুস্থ হলেন আরও ১৬ জন, মোট ১০৮

এ সম্পর্কিত আরও খবর