জাবালে নূরের ৬ বাস আটক

জেলা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 03:43:15

ঢাকা : বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃপক্ষ রোড পারমিট বাতিল করা সত্ত্বেও জাবালে নূরের পরিবহনের ৬ টি বাস রাস্তায় নামানোর অভিযোগে আটিক করেছে র‍্যাব।

শনিবার (১১ আগস্ট) দুপুরের র‍্যাবের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে।

র‍্যাব সূত্রে বলা হয়, গোয়েন্দা তথ্য ছিল র‍্যাবের কাছে যে জাবালে নূরের পরিবহনের ৬ টি বাসের রোড পারমিট বাতিল হওয়া সত্ত্বেও রাস্তায় নেমেছে। এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ৬ টি বাস আটক করে র‍্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিআরটিএ এর রুট পারমিট না থাকা স্বত্ত্বেও জাবালে নূর পরিবহনের এই ৬ টি বাস দিয়ে যাত্রী আনা নেওয়া করত বলে অভিযোগ আসে আমাদের কাছে। এই অভিযোগের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এই ৬ টি বাস আটক করেছেন র‌্যাব-১ ও র‌্যাব-৪ সদস্যরা।

বিষয়টি যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর