গাজীপুরে চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় মামলা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর | 2023-08-28 17:56:37

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানকে গলাকেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে গৃহবধূ ফাতেমার শ্বশুর আবুল হোসেন বাদী হয়ে অজ্ঞাত খুনিদের বিরুদ্ধে শ্রীপুর থানায় হত্যা মামলা (নম্বর ২৮) দায়ের করেন।

নিহতরা হলো- ময়মনসিংহের পাগলা থানার লংগাইর ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের মালয়েশিয়া প্রবাসী রেজোয়ান হোসেন কাজলের স্ত্রী ইন্দোনেশিয়া বংশোদ্ভূত বিথী ওরফে ফাতেমা আক্তার (৪০), তার বড় মেয়ে নুরা (১৪), ছোট মেয়ে হাওরিন (১১) ও প্রতিবন্ধী ছেলে ফাদিল (৬)।

শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী বার্তা২৪.কমকে বলেন, ঢাকা থেকে সিআইডির ফরেনসিক ও ক্রাইমসিনের ৭ সদস্যের একটি দল হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত জব্দ এবং মরদেহের সুরতাহাল করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নৃশংস এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ, পিবিআই ও র‌্যাব কাজ করছে। এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্যও কাউকে আটক করা যায়নি।

নারী মরদেহগুলোতে ধর্ষণের আলামতের বিষয়ে তিনি বলেন, মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন দেখে বিষয়টি নিশ্চিত করবে চিকিৎসক। পরীক্ষার আগে পুলিশের এটি বলার এখতিয়ার নেই।

আরও পড়ুন: গাজীপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

এ সম্পর্কিত আরও খবর