চাঁদপুরে কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ১৪০ বন্দী

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর | 2023-09-01 05:06:07

করোনাভাইরাস পরিস্থিতিতে চাঁদপুর জেলা কারাগার থেকে স্বল্প মেয়াদে বিভিন্ন পর্যায়ের সাজাপ্রাপ্তদের মুক্তির জন্য ১৪০ কারাবন্দীর তালিকা কারা অধিদফতরে পাঠিয়েছে কর্তৃপক্ষ। এই তালিকা অনুযায়ী তাদের মুক্তি দেওয়া হবে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেল সুপার মো. মাঈন উদ্দিন ভূঁইয়া।

তিনি জানান, করোনা সংক্রমণ এড়াতে চাঁদপুর জেলা কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য স্বল্প মেয়াদে সাজাপ্রাপ্ত ১৪০ জন কয়েদির নাম ঢাকা কারা অধিদফতরে পাঠানো হয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহে এই তালিকা পাঠানো হয়েছে। কারা অধিদফতর থেকে এই তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যাচাই-বাছাই শেষে অনুমতি সাপেক্ষে তাদের মুক্তির ব্যবস্থা করা হবে।

জেল সুপার মো. মাঈন উদ্দিন ভূঁইয়া আরও জানান, প্রায় দেড় হাজার আসামি ধারণ ক্ষমতা সম্পন্ন চাঁদপুর জেলা কারাগার। ফাঁসির আসামিদের জন্য এখানে ১০টি কন্ডেম সেল রয়েছে। ২২ এপ্রিল পর্যন্ত কারাগারে সাজাপ্রাপ্ত ও আন্ডার ট্রায়ালে মোট বন্দী রয়েছেন ৭৪৩ জন।

যার মধ্যে সাজাপ্রাপ্ত ২২৯ জন, বিচারাধীন ৫১১ জন এবং ফাঁসির আসামি তিন জন।

উল্লেখ্য, করোনা প্রতিরোধে জেলা কারাগারে করোনা সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক নানা ব্যবস্থা নেয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর