হিলিতে বেড়েছে বেগুনের দাম

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হিলি (দিনাজপুর) | 2023-08-31 08:54:14

এসে গেছে মুসলমানদের পবিত্র রমজান মাস। এ সময় ইফতারিতে ভাজাপোড়াসহ বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয়। এসব খাদ্য তালিকার মধ্যে অন্যতম বেগুনি। বাড়িতে অথবা বাইরে প্রতিটি ইফতারির আয়োজনে এটি থাকতেই হবে। তাই রমজান আসাতে দিনাজপুরের হিলি কাঁচাবাজারে হিড়িক পড়েছে বেগুন কেনার। কিন্তু দাম বেশি হওয়ায় হতাশ ক্রেতারা। হঠাৎ চাহিদা থাকায় বেগুনের দাম বেড়েছে বলে দাবি সবজি ব্যবসায়ীদের।

শুক্রবার (২৪ এপ্রিল) হিলির কাঁচাবাজার ঘুরে জানা গেছে, ৩ দিনের ব্যবধানে এক কেজি বেগুনের দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা। তিনদিন আগে যে বেগুন ছিল ১৫ টাকা আজ তা বিক্রি হচ্ছে ৩০ টাকা দামে। বাজারে অন্যান্য সবজির মূল্য আগের মতোই স্বাভাবিক রয়েছে। হঠাৎ বেগুনের দাম বাড়ায় বিপাকে পড়ছে দিনমজুরেরা।

কাঁচাবাজারে বেগুন কিনতে আসা এক ক্রেতা বলেন, ‘দু’দিন আগে ১৫ টাকা দামে বেগুন কিনলাম। আজ আবার হুট করে (হঠাৎ) এক লাফে ১৫ টাকা বেশি। বাজারে আসতে একটু দেরি হয়েছে। এসে দেখি ভালো বড় আকারে বেগুন নেই। রমজান আসার কারণে বাজারে বেগুন কেনার ধুম পড়েছে।’

খুচরা সবজি ব্যবসায়ী মিঠু হোসেন বার্তা২৪.কম-কে বলেন, ‘সকাল থেকে দোকানে ক্রেতাদের ভিড়। সব সবজির সঙ্গে প্রত্যেকেই বেগুন বেশি করে কিনছে। তিন দিন আগেও বড় আকারের বেগুন ১৫ থেকে ২০ টাকা কেজিতে বিক্রি করেছি। চাহিদা থাকায় বেগুনের দাম বেড়েছে। তবে লম্বা ছোট আকারের বেগুনের দাম আগের মতো ১০ টাকা কেজি রয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর