পঞ্চগড় থেকে নওগাঁয় ধান কাটতে যাচ্ছেন শ্রমিকরা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড় | 2023-08-01 02:11:45

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা থেকে নওগাঁ জেলায় কৃষকদের ধান কাটাতে শ্রমিক পাঠিয়েছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে জেলার দেবীগঞ্জ থানা চত্বর থেকে দুটি মাইক্রোবাসে উপজেলা প্রশাসন ও দেবীগঞ্জ থানার পুলিশের যৌথ উদ্যোগে ধান কাটার জন্য শ্রমিকরা নওগাঁর পথে রাওয়ানা দেন।

এর আগে গত বৃহস্পতিবার আরও বেশ কয়েকজন শ্রমিক পাঠানের হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

জানা যায়, দেবীগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ উদ্যোগে পঞ্চগড়ের ৫ উপজেলার মধ্যে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ধান কাটতে আগ্রহী ও বিভিন্ন জেলায় যেতে ইচ্ছুক শ্রমিকদের প্রথমবারের মতো ধান কাটার দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর কাজ শুরু করেছে এবং প্রথম দিনে নওগাঁ জেলায় বিভিন্ন এলাকায় ধান কাটার জন্য শ্রমিকদেও পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর