নিজ হাতে জিলাপি বানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-31 01:13:24

করোনাভাইরাস পরিস্থিতিতে বন্ধ দোকান-পাট। মোড়ে মোড়ে ইফতারসামগ্রীর পসরা সাজিয়ে বসেননি বিক্রেতারা। তাই ইফতারির থালায় অনুপস্থিত জিলাপি! তবে জিলাপি ছাড়া যে ইফতার জমে না। তাই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নিজেই বানিয়েছেন জিলাপি। সেই ছবি দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। মুহূর্তেই ছবিগুলো ভাইরাল হয়।

শনিবার (২৫ এপ্রিল) প্রথম রোজার ইফতারের আগে তিনি নিজের ফেসবুক আইডিতে জিলাপি বানানোর তিনটি ছবি পোস্ট করেন। এক ঘণ্টার মধ্যে পোস্টটিতে প্রায় ১০ হাজার ফেসবুক ব্যবহারকারী লাইক দিয়েছেন। মন্তব্য লিখেছেন প্রায় দেড় হাজার মানুষ। পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করেছেন ২৫০ জনেরও বেশি।

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলমের ফেসবুকে দেয়া পোষ্টে দেখা যায়, প্রথম ছবিতে প্রতিমন্ত্রী কিচেনে নিজেই জিলাপি বানাচ্ছেন। আরেকটি ছবিতে জিলাপি ভাজার দৃশ্য। আর শেষ ছবিটিতে দেখা যাচ্ছে প্রস্তুত হওয়া কিছু জিলাপি।

ছবির ক্যাপশনে প্রতিমন্ত্রী লিখেছেন, ‘কালকে আরও ভালো করে বানাবো! আর লকডাউন উঠে গেলে দাওয়াত করে আপনাদের জিলাপি খাওয়াবো।’

জান্নাতুল ফরহাদ নামে একজন এই পোস্টে লিখেছেন, ‘আপনি রান্না পারেন এবং অতি আগ্রহের সঙ্গে এমন একটি প্রিয় মিষ্টি খাবার তৈরি করছেন। দেখতে মোটামুটি। তবে খেতে সুস্বাদু হবে নিঃসন্দেহে! রমজান মোবারক।’

হিমেল মোশারফ নামে আরেকজন লিখেছেন, ‘খুব ভাল স্যার। আমরা আশা করবো- আপনি নিজ হাতে বানানো জিলাপি আপনার আশপাশের অসহায়-দুস্থ মানুষদেরও খাওয়াবেন।’

এ সম্পর্কিত আরও খবর