রাজধানীর বাদামতলীতে পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর মজুত ও বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে র্যাব।
রোববার (২৬ এপ্রিল) দুুপুরে র্যাব-১০ ব্যাটালিয়ন এই অভিযান শুরু করেন। অভিযানে নেতৃত্ব দেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন কর্মকর্তা সারওয়ার আলম।
সারওয়ার আলম বলেন, রমজানে বিপুল পরিমাণ খেজুরের চাহিদা তৈরি হয় দেশে। এই সুযোগ নিয়ে কোনো অসাধু ব্যবসায়ী যেন পচা ও মানহীন খেজুরসহ অন্যান্য ফলমূল বাজারজাত করতে না পারেন। সেজন্যই আজকের অভিযান। অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।