টেকনাফে নারী চিকিৎসক করোনায় আক্রান্ত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার | 2023-08-26 00:42:10

প্রাণঘাতী করোনাভাইরাসে এই প্রথম কক্সবাজারের টেকনাফ হাসপাতালের এক নারী চিকিৎসক আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাকে আইসোলেশনে নেওয়ার প্রক্রিয়া চলছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে বার্তা২৪.কম-কে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের সিভিল সার্জন মো. মাহবুবুর রহমান।

তিনি জানান, কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর (পলিমার চেইন রিঅ্যাকশন) ল্যাবে রোববার (২৬ এপ্রিল) ৭১ জনের স্যাম্পল টেস্টের মধ্যে একজনের করোনা পজেটিভ পাওয়া গেছে। তিনি একজন নারী চিকিৎসক। সে টেকনাফ হাসপাতালে দায়িত্বরত ছিল।

এছাড়াও তিনি টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত জরুরি বিভাগ, আউটডোর, ভর্তিকৃত রোগীসহ হাসপাতালের সব জায়গায় রোগী দেখতেন।

এ সম্পর্কিত আরও খবর