শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১৫

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মাদারীপুর | 2023-08-25 15:51:24

মাদারীপুরের শিবচরে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যার দিকে শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের দক্ষিণ চরকামারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে জামাল ফকির, তার ছেলে ইব্রাহীম, সামসু ফকির, মজিবর ফকির, মান্নান ফকির, রবিউল মোল্লা, রফিকুল মোল্লা ও শরিফুল মাদবরের নাম জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দক্ষিণ চরকামারকান্দি গ্রামের সিদ্দিক মাস্টার ও হযরত মাদবর গংদের সঙ্গে ফকির বংশের বিরোধ চলে আসছে। রোববার ফকির বাড়ির লোকজন তাদের বাড়ির মসজিদে মাগরিবের নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পূর্ববিরোধের জের ধরে এসময় প্রতিপক্ষ সিদ্দিক মাস্টার, হযরত মাদবর, মোসলেম মাদবর, মোকসেদ মাদবর, বিল্লাল মাদবরসহ প্রায় ১৫-২০ জন এসে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এসময় সংঘর্ষ বেধে গেলে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিবুল ইসলাম বলেন, আহত আটজন এখানে ভর্তি হয়েছেন। আরো চার-পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া শরিফুল নামে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানন্তর করা হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর