সবাইকে এক হয়ে কাজ করতে হবে

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 05:05:38

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে রাজশাহী বিভাগের জেলাগুলোর সঙ্গে করোনা মোকাবিলার প্রস্তুতি ও সবশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি।

তিনি বলেন, দুর্যোগ আমাদের আসে আর দুর্যোগ আমাদের মোকাবিলা করতে হয়। আর এই দুর্যোগ বিশ্বব্যাপী। আজ আমার দেশের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আজ যারা করোনাভাইরাস মোকাবিলায় কাজ করে যাচ্ছে, দিনরাত পরিশ্রম করছে তাদেরকে সহযোগিতা করতে হবে। সবাই মিলে কাজ করে আমরা এই অবস্থা থেকে মুক্তি পাব।

প্রধানমন্ত্রী বলেন, চিরদিন অন্ধকার থাকে না, আলো নিশ্চয় আসে। আমরা আবার আলোর পথে যাত্রা শুরু করব।

তিনি বলেন, জাতির পিতা মানুষের জন্য কাজ করে গেছে। কাজেই সেই মানুষকে বাঁচানো আমাদের একমাত্র লক্ষ্য।

আরও পড়ুন: ঋণ নিয়ে যারা ব্যবসা করছেন, সুদ দুশ্চিন্তা করবেন না

সেপ্টেম্বর পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে

দুর্ভিক্ষ থেকে একমাত্র কৃষি বাঁচাতে পারে

এ সম্পর্কিত আরও খবর