ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিমানের তিনটি ফ্লাইট

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-20 10:50:45

করোনার কারণে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তিনটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।

বিমানের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোকাব্বির হোসেন জানান, ভারতে আমাদের আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে আনতেই এসব ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

আগামী ১ মে কলকাতা-ঢাকা, ২ মে দিল্লি-ঢাকা ও ৩ মে মুম্বাই-ঢাকা রুটে একটি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

কতজন নাগরিক আটকে পড়েছেন অথবা কতজনকে বিমান ফিরিয়ে আনতে পারবে, বিষয়ে বিমানের পক্ষ থেকে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

এর আগে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের ভারতের দিল্লি রথেকে দেশে ফেরাতে গত ২৪ এপ্রিল বিশেষ ফ্লাইট পরিচালনা করেছিল বিমান।

করোনা পরিস্থিতিতে ভারত সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত ১৪ মার্চ থেকে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমান দিল্লি ও কলকাতা রুটের সব ফ্লাইট বন্ধ করে।

এ সম্পর্কিত আরও খবর