ঢাকা: চলমান ট্রাফিক সপ্তাহের ৭ম দিনে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে সারা দেশ থেকে ৪৩ লাখ ৫৭ হাজার ৬৭৫ টাকা জরিমানা করেছে সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশ।
শনিবার (১১ আগস্ট) ট্রাফিক সপ্তাহ উপলক্ষে এ অভিযান পরিচালনা করা হয়। রোববার (১২ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্বে থাকা মাসুদুর রহমান বিষয়টি বার্তা২৪.কমকে জানান।
মাসুদুর রহমান বলেন, ৭ম দিনে সারাদেশে ৯ হাজার ৭২৬ টি মামলা হয়, যাতে ৪৩ লাখ ৫৭ হাজার ৬৭৫ টাকা জরিমানা আদায় হয়। এ সময় ট্রাফিক অভিযানে ১ হাজার ৯২টি গাড়ি ডাম্পিং ও রেকার করা হয়। ট্রাফিক নিয়ম ভঙ্গের কারণে গাড়ি চালকদের বিরুদ্ধে ২ হাজার ৪৪২টি মামলা করা হয়।
ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, গাড়ির ফিটনেস, উল্টোপথে গাড়ি চালানো, গাড়িতে হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট ব্যবহার এবং মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য উল্লেখিত মামলা করা হয়।
এদিকে ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক পরিচালিত এই ট্রাফিক সপ্তাহ আরো তিন দিন বৃদ্ধি করায় আগামী ১৪ আগস্ট পর্যন্ত চলবে।