বাঙ্গির বাম্পার ফলন, করোনার প্রভাব নেই বাজারে

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর | 2023-08-27 09:23:51

চাঁদপুরে এবার বাঙ্গির বাম্পার ফলন হয়েছে। বিগত বছরের তুলনায় এবার প্রায় ১৫ হেক্টর বেশি জমিতে বাঙ্গির চাষাবাদ হয়েছে।

মূলত চাঁদপুরের হাজীগঞ্জ ও হাইমচর উপজেলায় বাঙ্গি চাষ করা হয়। এবার ৫৮ হেক্টর জমিতে বাঙ্গির চাষ হয়েছে। গত বছর প্রায় ৪৩ হেক্টর জমিতে বাঙ্গি চাষ করা হয়েছিল।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাজীগঞ্জ উপজেলার উত্তরাঞ্চলে প্রায় দুই শতাধিক চাষি এবার বাঙ্গি চাষ করেছে। ওই এলাকার খিলপাড়া, রাজাপুর, চরপাড়া, ব্রাক্ষণগাঁও, দেওদ্রোন গ্রামে বাঙ্গির চাষ বেশি হয়েছে।

হাজীগঞ্জ উপজেলার খিলপাড়া গ্রামের বাঙ্গি চাষি জাহাঙ্গীর আলম বলেন, ‘গত পাঁচ বছর ধরে পরের জমি বর্গা নিয়ে বাঙ্গি চাষ করছি। এবার সবচেয়ে বেশি ফলন হয়েছে।’

আরেক কৃষক মিরণ মিয়া বলেন, ‘শতকরা হিসাবে বাঙ্গি বিক্রি করা হয়। ১০০ বাঙ্গি ২ হাজার টাকা থেকে ৬ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। করোনার কারণে বিক্রিতে তেমন প্রভাব পড়েনি। আমরা চাষিরা পাইকারি হিসাবে বাঙ্গি বিক্রি করি।’

হাজীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মনি সূত্রধর জানান, এবার বাঙ্গির ফলন ভালো হয়েছে। বাজারে করোনার প্রভাব নেই। তাই চাষিরা খুশি।

এ সম্পর্কিত আরও খবর