জামালপুরে করোনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ আক্রান্ত ৭

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর | 2023-08-23 01:56:18

জামালপুরে এক চিকিৎসকসহ ৭ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাদের নমুনা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পরীক্ষায় তাদের ফলাফল পজেটিভ আসে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জন। এর মধ্যে ৭ চিকিৎসকসহ ২০ জনই স্বাস্থ্যকর্মী।

সোমবার (২৭ এপ্রিল) রাতে জামালপুর স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. মো.এ কে এম শফিকুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় যে নমুনা পরীক্ষা হয়েছে, তার মধ্যে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক, জামালপুর জেনারেল হাসপাতালের একজন ওর্য়াডবয় ,শেখ হাসিনা মেডিকেল কলেজের একজন অফিস সহায়ক, সম্প্রতি ছুটিতে আসা মতিঝিল থানার একজন পুলিশ সদস্য, একটি বেসরকারি ক্লিনিকের স্টাফ সরিষাবাড়ীর দুই সহোদর ও ঢাকা ফেরত এক ব্যক্তি রয়েছেন।

সোমবার রাতে তাদের শরীরে করোনা ভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগের ডেপুটি সিভিল সার্জন।

এ পর্যন্ত জেলায় ৫১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমিত ৫১ জনের মধ্যে ৭ চিকিৎসকসহ ২০ জনই স্বাস্থ্য বিভাগের কর্মী।

এ সম্পর্কিত আরও খবর