বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর জামিন নামঞ্জুর

জেলা, জাতীয়

কোর্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 17:58:33

ঢাকা:পুলিশের উপর হামলা ও ভাংচুরের দায়ের করা পৃথক দুই মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (১২ আগস্ট) ঢাকা মহানগর হাকিম প্রনব কুমার হুই  এ আদেশ দেন। পৃথক দুই থানার বাড্ডা ও ভাটারায়  দায়ের করা মামলায় আসামিদের জামিন নামঞ্জুর করেন।

জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হলেন -তরিকুল ইসলাম, রেদোয়ান আহম্মেদ, মাসহাদ মুর্তজা আহাদ, আজিজুল করিম অন্তর।

এদিন আসামি পক্ষের আইনজীবী কবির হোসেন ও রোকেয়া করিম জামিন চেয়ে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের সংশ্রিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আবু হানিফ জামিনের বিরোধীতা করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।

এরআগে গত ৯ আগস্ট ওই চার আসামিসহ ২২ আসামিকের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত ৭ আগস্ট  ২২ আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নিরাপদ সড়কের আন্দোলনের সময় পুলিশের উপর হামলা ও ভাংচুরের অভিযোগ মামলা দুই টি দায়ের করা হয়।

এ সম্পর্কিত আরও খবর