৩৫০ কেজি ভেজাল মসলা উদ্ধার, দোকান সিলগালা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা | 2023-08-27 12:10:08

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি মসলা ভাঙানোর দোকানে অভিযান চালানো হয়েছে। এ সময় ৫০ কেজি ওজনের ৭ বস্তা (৩৫০ কেজি ) ভেজাল মসলা উদ্ধারসহ দোকানটি সিলগালা করে দেয়া হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম।

জানা গেছে, কেন্দুয়া উপজেলা সদরের দরগা মোড় এলাকায় সোহাগ মিয়ার দোকানে অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের ৭ বস্তা (৩৫০ কেজি ) ভেজাল হলুদ ও মরিচের গুঁড়া উদ্ধার করা হয়। এ মসলার মধ্যে রং, কাঠের গুঁড়ি মেশানো ছিল। ওই দোকানটি সিলগালা করে দেয়া হয়েছে। দোকান মালিক পালিয়ে গেছেন।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন- কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবীবুল্লাহ খান, এসআই ছামেদুল হক, এসআই নোমান ছাদেকীসহ একদল পুলিশ।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম জানান, ওই দোকান মালিক সোহাগ মিয়াকে আটকের পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর