কারওয়ান বাজারে পণ্যের দাম বেশি রাখায় জরিমানা ২ লাখ টাকা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 03:14:32

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করায় রাজধানীর কারওয়ান বাজারে ১১ টি প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ এপ্রিল) কারওয়ান বাজারের পাইকারি আড়তে র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। অভিযানে সহযোগিতা করে র‌্যাব-৩, বাণিজ্য মন্ত্রণালয়, বিএসটিআই ও কৃষি বিপণন অধিদপ্তর।

সকাল ১১টায় অভিযান শুরু হয়ে শেষ হয় বিকেল ৩টায়। অভিযান শেষে পলাশ কুমার বসু বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু, পেঁয়াজ, রসুন, আদাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হচ্ছিল। দোকানগুলোতে মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি। এসব কারণে ১১ প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রমজানে বাজার স্থিতিশীল রাখতে ও ভোক্তাদের কষ্ট কমাতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান পলাশ কুমার বসু।

এ সম্পর্কিত আরও খবর