অচিরেই ঢাকায় পিস বিল্ডিং কমপ্লেক্স উদ্বোধন হবে

জেলা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 22:33:54

 

ঢাকার আগারগাঁওয়ে পিস বিল্ডিং কমপ্লেস প্রস্তুত হয়ে গিয়েছে। এটি যে কোনো সময় উদ্বোধন করা হবে।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি রোববার ( ১২ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটিজিক স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য দেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালে জাপান সফরে গেলে সেখানে পিস ব্লিডিং কমপ্লেক্স ঢাকায় প্রতিষ্ঠা করার বিষয়ে কথা হয় । জাপান সরকারের সহায়তা একটি প্রতিষ্ঠা করা গেছে।

দীপু মনি বলেন, বাংলাদেশ বহু বছর ধরে জাতীসংঘ পিস কিপিং তার বাহিনী পাঠিয়ে যাচ্ছে।  কিন্তু যুদ্ধ পরবর্তী সমাজ ও রাষ্ট্র গঠনে পিস বিল্ডিং করা অবশ্য প্রয়োজনীয় কাজ হয়ে দাঁড়িয়েছে।

ঢাকাস্থ  জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি বলেন, রোহিঙ্গাদের বিষয় বাংলাদেশের গুরুত্ব ও সহ্য ক্ষমতা বিশ্বকে নাড়া দিয়েছে। কূটনীতিতে ধর্ম ও আদর্শ এদুটির ভারসাম্য রক্ষা করে চলতে হবে। বাংলাদেশের মানুষের এত সমস্যা থাকা সত্ত্বেও তারা প্রতিবেশী দেশের অসহায়  ৭ লাখ মানুষকে আশ্রয় দিয়েছে।

জাপান বিশ্ব সম্প্রদায়কে নিয়ে বাংলাদেশের সঙ্গে মিলে  এ সমস্য সমাধান করতে চেষ্টা চালাচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর