করোনাকালে ঘরবন্দীদের সঙ্গী মেঘলা দিন

, জাতীয়

শাদরুল আবেদীন, নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2023-09-01 17:03:25

দুপুর গড়াতেই রাজধানীর আকাশে জমতে থাকে কালো মেঘ। খানিক পর মেঘ ভেঙে ঝরতে থাকে বৃষ্টি। এ সময় সঙ্গী হয় ঠান্ডা বাতাসও। মাঝে মাঝে বিদ্যুৎ চমকানো তো আছেই।

রাজধানীতে গত কয়েকদিন ধরে যেন এরকমটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। শুধু রাজধানী নয়, বৈশাখের দ্বিতীয় দিন থেকেই দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে।

করোনাভাইরাস রুখে দিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মানুষ ঘরবন্দী। এরই মধ্যে বন্দী জীবনের এক মাস পেরিয়ে গেছে। বন্দী জীবনে অনেকে হয়ে উঠেছেন বিরক্ত। মন চাইছে বাইরে যেতে। কিন্তু সে সুযোগ তো আর নেই। এমন বন্দী জীবনের একমাত্র সঙ্গী যেন বৈশাখী বৃষ্টি।

 ছবি: সুমন শেখ

সূর্যকে দমিয়ে যখনি আকাশে মেঘ জমে, তখনি অনেকে ঘরে জানালার দিকে তাকিয়ে থাকেন। অনেকে আবার ছুটে যান বারান্দা বা ছাদে। এ সময়টাতে অনেকেই স্মরণ করেন দূরে থাকা প্রিয়জনদের। কেউ কেউ বৃষ্টিতে ভিজে নিজেকে আনন্দে মাতিয়ে তুলছেন। কেউ বা আবার মেঘলা দিনকে স্মরণ করতে তুলে রাখছেন ছবি। সেসব ছবি বন্ধু ও আত্মীয়দের সঙ্গে ভাগাভাগি করতে ছড়িয়ে দিচ্ছেন বিভিন্ন সামাজিক মাধ্যমে। কেউ বা আবার রবীন্দ্রনাথের বৃষ্টির গান শুনছেন। মাঝে মাঝে নিজেও গেয়ে উঠছেন।

শীতল দিন উপভোগ করতে অনেকেই রান্না করেন খিচুড়ি। এর সঙ্গে পছন্দের অনেক আইটেমও থাকতে পারে। অনেকে আবার কাঁথা মুড়িয়ে শুয়ে থাকেন। তবে পেটের ক্ষুধা মিটাতে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অনেক মানুষেই ঝড় বাদলেও বাইরে বের হচ্ছেন।

বাংলা কলেজের শিক্ষার্থী অনিমা ইসলাম জানান, ঘরবন্দী জীবন একমাস পেরিয়ে গেছে। ভালো লাগছে না। তবে মেঘলা দিনে গৃহবন্দী থাকা কিছুটা মনোমুগ্ধকর। রবীন্দ্রনাথের গান শুনছি। আর ছাদে গিয়ে বৃষ্টির পরশ নেই।

ছবি: সুমন শেখ

বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা মমতাজ উদ্দিন বলেন, বাসায় থাকতে থাকতে বিরক্ত প্রায়। কিন্তু আর করার করোনা রোধে আমাদের ঘরে থাকতেই হবে। তবে বৃষ্টির দিনে ঘুমচ্ছি বেশ। বাদল দিনে খিচিুড়ও বেশ মজার।

রায়েরবাজার এলাকার বাসিন্দা সালমা সুলতানা স্বর্না বলেন, সাধারণত ব্যস্ত সময়ে বৃষ্টি বাদলের কথা খেয়াল থাকে না। তবে করোনা পরিস্থিতিতে ঘরে আছি। তাই মেঘলা দিনগুলো ভালোই লাগছে। স্বামী ও বাচ্চাদের নিয়ে বৃষ্টিও উপভোগ করছি।

আবহাওয়া অফিস বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী আরও কয়েকদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ঝড়ো বাতাস ও বজ্রবৃষ্টির প্রবণতা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এতে কয়েকদিন তাপমাত্রা কিছুটা কম থাকবে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বার্তা২৪.কম-কে জানান, আগামী ২ মে পর্যন্ত বৃষ্টির প্রবণতা রয়েছে।এরপর আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে পারে। তাপমাত্রাও বাড়তে পারে। তবে মে মাসেও কম-বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময়টায় বৃষ্টি হলেও ভ্যাপসা গরম বিরাজ করবে।

এ সম্পর্কিত আরও খবর