করোনায় আক্রান্ত একই পরিবারের কয়েকজন, ধান কেটে দিলেন ইউএনও

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর | 2023-08-20 09:35:27

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহানের নেতৃত্বে এক করোনা আক্রান্ত পরিবারের ২০ শতাংশ জমির পাকা ধান কেটে দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার লামচর ইউনিয়নের কাশিমনগর গ্রামে এই ধান কাটা হয়। বুধবার (২৯ এপ্রিল) মাড়াই করে তাদের ঘরে ধান তুলে দেয়া হবে।

ধান কাটায় অংশগ্রহণকারী লামচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহেনারা পারভীন পান্না বিষয়টি নিশ্চিত করেছেন। এতে অংশ নেন রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোরশেদুল আমিন বাবুও।

ইউপি চেয়ারম্যান মাহেনারা পারভীন জানান, রামগঞ্জ উপজেলায় একই পরিবারের কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। এ জন্য তাদের জমির পাকা ধান কেটে দেয়া হয়েছে। মাড়াই করে ধানগুলো তাদের ঘরে তুলে দেয়া হবে।

এদিকে রামগঞ্জবাসীকে ভালোবেশে ভালো ভালো কাজ করে যাচ্ছেন ইউএনও মুনতাসির জাহান। অসহায় ও মধ্যবিত্তদের পাশে দাঁড়িয়ে ইতোমধ্যে ব্যাপক সুনাম কুড়িয়েছেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর