নওগাঁয় আরও একজনের করোনা শনাক্ত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ | 2023-08-11 14:39:49

নওগাঁর সাপাহার উপজেলায় ঢাকা ফেরত এক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। ওই ব্যক্তি উপজেলার গোয়ালা ইউনিয়নের বাসিন্দা। এ নিয়ে জেলায় দু’জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় নওগাঁর সিভিল সার্জন আখতারুজ্জামান আলাল বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত শনিবার (২৫ এপ্রিল) ঢাকা থেকে ওই ব্যক্তি নিজ বাসায় আসেন। ওই রাতেই তাকে সঙ্গরোধে থাকার নির্দেশ দেওয়া হয়। পরদিন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলজে (রামেক) করোনা পরীক্ষাগারে পাঠানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় তার রিপোর্ট পজিটিভ আসে। তবে এই ব্যক্তি কীভাবে আক্রান্ত হলেন, তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

এদিকে রিপোর্ট পাওয়ার পর করোনা আক্রান্ত ওই রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে বাড়িতে সঙ্গরোধের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া তার আবাসস্থল লকডাইন করা হয়েছে বলে জানান সাপাহার উপজেলা প্রশাসন।

উল্লেখ্য, এর আগে নওগাঁর রানীনগর উপজেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।

এ সম্পর্কিত আরও খবর