কোম্পানীগঞ্জে ১৩ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী | 2023-08-04 19:10:51

দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ও সামাজিক দূরত্ব বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় নিয়ম অমান্য করায় ১৩টি প্রতিষ্ঠানকে ২২হাজার ৫’শ টাকা অর্থদণ্ড দেয় আদালত।

বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চরপার্বতী ইউনিয়নে চৌধুরীহাট বাজার, চরকাঁকড়া ইউনিয়নে পেশকারহাট রাস্তার মাথা, নতুন বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাজারগুলোতে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ও করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব ঠিক রাখতে পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় তিনি ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫০০ টাকা ও সহকারী কমিশনার (ভূমি) ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা অর্থদণ্ড করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর