গাজীপুরে চার খুনের ঘটনায় দুই পরিদর্শক ও এসআই প্রত্যাহার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর | 2023-08-25 22:24:52

প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানকে ধর্ষণ এবং খুনের ঘটনায় যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে গাজীপুরের শ্রীপুর থানার দুই পরিদর্শক ও এসআইকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে প্রত্যাহারের বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার।

তারা হলেন- পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, পরিদর্শক (অপারেশন) মো. তারিকুজ্জামান ও এসআই মো. আবু জাফর মোল্লা।

সংশ্লিষ্ট একটি সূত্র বার্তা২৪.কম-কে জানিয়েছেন, শ্রীপুরের জৈনাবাজার কলেজ মোড় এলাকায় গত ২২ এপ্রিল রাতে নৃশংসভাবে চারজনকে খুনের ঘটনায় যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে ওই কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়েছে।

সূত্রের তথ্য মতে, মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার তাদের প্রত্যাহার করে জেলার পুলিশ লাইন্সে সংযুক্ত করেন।

বিষয়টি অস্বীকার করে এসপি বলেন, এটি পুলিশের অভ্যন্তরীণ রেগুলার রদবদল। তাদের বদলি করে সেখানে অন্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তাদের পুলিশ লাইন্সে সংযুক্ত করার বিষয়টি তিনি স্বীকার করেছেন।

আরও পড়ুন: চুরি দেখে ফেলায় ধর্ষণের পর মা ও তিন সন্তানকে হত্যা

প্রবাসীর স্ত্রী-তিন সন্তানকে হত্যার ‘মূল হোতা’ আটক

গাজীপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

এ সম্পর্কিত আরও খবর