করোনা মুক্ত হলেন টাঙ্গাইলের ২ যুবক

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল | 2023-08-25 23:04:48

টাঙ্গাইলে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত দুই যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ১৫ দিন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা নেন তারা। বুধবার (২৯ এপ্রিল) হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সুস্থ হওয়া দুই যুবক হলেন- জেলার ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা গ্রামের মো. আব্দুল বাছেদের ছেলে আবু সাইদ (২৫) ও নাগরপুর উপজেলার পানান গ্রামের মো. ছবেদ আলী ছেলে মোহাম্মদ আলী (২৮)।

তারা জানান, দু’জনেই ঢাকায় চাকরি করতেন। ঢাকা থেকে নিজ নিজ বাড়িতে আসার পর তাদের নমুনা সংগ্রহ করা হয়। ঢাকার আইইডিসিআরে তাদের নমুনা পরীক্ষা করার পর গত ১৪ এপ্রিল তাদের করোনা পজিটিভ বলে জানানো হয়। পরে ১৫ এপ্রিল তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করানো হয়।

তারা আরও জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর তারা নিজেদের মনোবল ধরে রেখেছেন। চিকিৎসকদের নির্দেশনা মেনে নিয়মিত আদা দিয়ে বেশি বেশি গরম পানি পান করেছেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শফিকুল ইসলাম সজীব জানান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা নিয়ে দুই যুবক সুস্থ হয়েছে। এতে তারা অনেক উৎসাহ পেয়েছেন। এখন যে রোগীরা রয়েছেন তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্র জানায়, জেনারেল হাসপাতালে চারজন করোনা সংক্রমণে আক্রান্ত রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে দুইজন বুধবার সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আরও নতুন একজন করোনা আক্রান্ত রোগী বুধবার ভূঞাপুর থেকে এসে ভর্তি হয়েছেন। এখন মোট তিনজন রোগী করোনা ইউনিটে রয়েছেন।

উল্লেখ্য, এ পর্যন্ত টাঙ্গাইলে মোট ২৩ জন করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ঘাটাইলের মহিউদ্দিন নামক একজন ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ওই হাসপাতালেই চিকিৎসাধীন মির্জাপুরের অখিল চন্দ্র সরকার এবং ময়মনসিংহ এসকে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ভূঞাপুরের খন্দকার সোহাগ করোনামুক্ত হয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর