নিষেধাজ্ঞা ভেঙে পানের হাট, ইজারাদারকে লাখ টাকা জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-22 21:57:33

রাজশাহীর দুর্গাপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে পানের হাট বসানোর দায়ে আমির আলী নামে এক ইজারাদারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার জয়নগর ইউনিয়নে কালীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ইজারাদার আমির আলী উপজেলার হাট কানপাড়া গ্রামের ফরিদ মন্ডলের ছেলে।

উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (অ্যাসিল্যান্ড) ও নির্বাহী তারিকুল ইসলাম এ জরিমানা করেন। সেসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহসীন মৃধা ও দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা।

ইউএনও মহসীন মৃধা বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলার সব পানের হাট ও আড়ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবুও সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে জয়নগর ইউনিয়নের কালীগঞ্জ বাজারে পানের হাট বসিয়েছিলেন আমির আলী। গোপনে তথ্য পেয়ে হাটে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। দোষ স্বীকার করায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ঘটনাস্থল থেকে জরিমানার টাকা আদায়ের পরে সতর্ক করে তাকে মুক্তি দেওয়া হয়।’

এ সম্পর্কিত আরও খবর