আজও যাত্রীর চাপ রয়েছে দৌলতদিয়া ঘাটে

, জাতীয়

সোহেল মিয়া, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-09-01 22:30:04

বুধবারের মতো বৃহস্পতিবারও (৩০ এপ্রিল) ঢাকামুখী পোশাক শ্রমিকদের চাপ রয়েছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে। গত দু’দিন ধরেই ঘাটে বাড়তি চাপ রয়েছে পোশাক শ্রমিকদের।

করোনার কারণে দীর্ঘ দেড় মাস দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ। তাই ফেরিতেই নদী পার হচ্ছেন তারা। করোনা রোধে সবাইকে একে অপরের থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখার স্বাস্থ্যবিধি মানছেন না ঢাকামুখী শ্রমিকরা। ফলে করোনা ছড়ানোর ঝুঁকি বাড়ছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ ঘাট দিয়ে প্রায় তিন-চার হাজার যাত্রী নদী পার হয়েছেন বলে জানান ঘাট কর্তৃপক্ষ।

যাত্রীর চাপ রয়েছে দৌলতদিয়া ঘাটে, ছবি: বার্তা২৪.কম

বেলা ১১টায় দৌলতদিয়ার চার নম্বর ফেরি ঘাটে গিয়ে দেখা যায়, সীমিত আকারে চলা ফেরিতে পোশাক শ্রমিকদের উপচে পড়া ভিড়। কে কার আগে যাবে, চলছে সে প্রতিযোগিতা।

ঝিনাইদহ থেকে আসা মহব্বত আলী নামে এক পোশাক শ্রমিক বার্তা২৪.কমকে বলেন, গার্মেন্টস খুলেছে। আমাকে আজই ঢাকায় পৌঁছাতে হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের শাখা ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি বার্তা২৪.কমকে বলেন, করোনার কারণে বর্তমানে এ নৌরুট দিয়ে সীমিত আকারে পাঁচটি ফেরি চলছে। তাও এগুলো শুধুমাত্র জরুরি যানবাহনের জন্য। তবে পোশাক কারখানাগুলো খুলে দেওয়ায় যাত্রীদের চাপ রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর