‘কেউ যেন না খেয়ে মারা না যান, প্রধানমন্ত্রী সে চেষ্টাই করছেন’

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর | 2023-08-29 00:58:42

করোনাভাইরাস পরিস্থিতিতে কেউ যাতে না খেয়ে মারা না যান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে চেষ্টাই করছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেছেন, ‘দেশের ১ কোটি ২৫ লাখ পরিবার পাবে সরকারের মানবিক সহায়তা। এসব সহায়তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দ্রুততার সঙ্গে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। করোনা যাতে মহামারি রূপ না নেয় সেজন্য সবাইকে ঘরে থাকতে হবে।’

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সামাজিক দূরত্ব বজায় রেখে নাটোরের সিংড়ার ইটালী ও চৌগ্রাম ইউনিয়নের ১ হাজার ১২০টি পরিবারের মাঝে ডিজিটাল কার্ডের মাধ্যমে মানবিক সহায়তার খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বিচক্ষণতার সঙ্গে মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে আমরা পুরো কার্যক্রমকে ডিজিটাল কার্ডের আওতায় এনেছি যাতে কোনো প্রকার অনিয়মের সুযোগ থাকবে না। করোনা দুর্যোগ কাটিয়ে উঠতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

জুনাইদ আহমেদ পলক করোনায় আক্রান্তদের উদ্দেশে বলেন, ‌‘আপনারা হতাশ হবেন না। মনোবল অটুট রাখুন। খাদ্যসহ সব ধরনের সহযোগিতা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। অতীতেও আমরা ঐক্যবদ্ধ থেকে দুর্যোগ মোকাবিলা করেছি। ভবিষ্যতেও আমরা এ ধারা অব্যাহত রাখব।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর