গাইবান্ধায় এপ্রিলে ১৭৫ ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-09-01 22:48:52

গাইবান্ধায় এপ্রিল মাসে ১৭৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এতে ৮৫০ মামলার বিপরীতে জরিমানা করা হয়েছে সাত লাখ ৮৬ হাজার ৭৭০ টাকা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সূত্র মতে, ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জেলার সাতটি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ সময় লকডাউন অমান্য করা, বেশি দামে পণ্য বিক্রি, অবৈধ বালু উত্তোলনসহ সরকারের বিভিন্ন নির্দেশনা না মানায় এসব মামলা ও জরিমানা করা হয়েছে। এছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে ১৯ জনকে।

গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বার্তা২৪.কমকে জানান, করোনা মোকাবিলা ও রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর