সাভারে মে দিবসের সব কর্মসূচি বাতিল ঘোষণা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-30 22:25:38

সাভারে করোনাভাইরাস সংক্রমণ ও প্রাদুর্ভাব ঠেকাতে মে দিবসের সব কর্মসূচি বাতিলের ঘোষণা দিয়েছেন আশুলিয়ার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন।

এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে সাভার ও আশুলিয়ার প্রায় ৩২টি শ্রমিক সংগঠন বৈঠক করে এ সিদ্ধান্ত নেন।

বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন বলেন, ‘৩২টি শ্রমিক সংগঠনের নেতারা বৈঠক শেষে মে দিবসের সব কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেন। মূলত করোনার প্রাদুর্ভাব ও সংক্রমণ ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘ঘরে বসে সামাজিক যোগাযোগের মাধ্যমে এবার মে দিবস পালনের জন্য বলা হয়েছে। এবার কোনো র‌্যালি ও সভা সমাবেশ করা হবে না।’

কোনো ধরনের জামায়েত হয় এমন সব আয়োজন থেকে বিরত থাকার জন্য শ্রমিকদের আহ্বানও জানান তিনি।

সভায় গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খাইরুল মামুন মিন্টুসহ সাভার ও আশুলিয়ার ৩২টি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর