মে দিবসে স্বাস্থ্যবিধি মেনে প্রতীকী মানববন্ধন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-09 17:34:28

রংপুরে ১৩৪তম আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে প্রতীকী মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। করোনা রোধে স্বাস্থ্যবিধি মেনে এ মানববন্ধন করা হয়।

শুক্রবার (১ মে) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব (অন্তত তিন ফুট) রক্ষা করে করা এ মানববন্ধন থেকে দুস্থ, নিম্ন ও মধ্যম আয়ের মানুষদের বাড়ি বাড়ি ত্রাণ পাঠানোর তৎপরতা বাড়ানোর দাবি জানানো হয়।

এর আগে সকালে সংগঠনের কার্যালয়ে মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের রংপুর মহানগর সভাপতি কমরেড মাজেদুল ইসলাম দুলালের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বাসদ আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুস, সদস্য সচিব মমিনুল ইসলাম, শ্রমিক ফ্রন্টের মহানগর কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ অনেকে।

এসময় নেতৃবৃন্দ বলেন, করোনার কারণে প্রায় ৩৫ দিন ধরে শ্রমজীবীরাসহ নানা পেশার মানুষ সম্পূর্ণ কর্মহীন, অনাহারে-অর্ধাহারে দিন পার করছে। সরকারের ঘোষণা মতে দুস্থদের বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছানোর কথা থাকলেও বাস্তবে তা পুরোপুরি কার্যকর হয়নি। যতটুকু ত্রাণ তৎপরতা চলছে তা প্রয়োজনের তুলনায় খুবই কম।

শ্রমিক ফ্রন্ট নেতাদের অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে মেম্বর-কাউন্সিলর, চেয়ারম্যান-মেয়রসহ স্থানীয় সরকারের কাছে ধর্ণা দিয়েও ত্রাণ পাচ্ছেন না অনেকে। এ ছাড়া অব্যবস্থাপনা, দুর্নীতি, অনিয়ম তো রয়েছেই। ওএমএস, টিসিবি'র পণ্য নিতে লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার জন্য শারীরিক দূরত্ব রক্ষা হচ্ছে না।

এদিকে মানববন্ধনে নানা দাবি সম্বলিত প্ল্যাকার্ডের মাধ্যমে দুস্থদের বাড়ি বাড়ি প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছানো, ওএমএস এবং টিসিবি'র পণ্য প্রয়োজনে প্রত্যেক ওয়ার্ডে একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বণ্টনের ব্যবস্থা করা, সব রোগীর শতভাগ বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা, দুর্নীতি ও লে অফ-শ্রমিক ছাঁটাই বন্ধেরও দাবি জানানো হয়।

এ সম্পর্কিত আরও খবর