ইফতারি নিয়ে রোজাদারদের খোঁজে একদল শিক্ষার্থী

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-24 10:20:29

গাইবান্ধা শহরের একদল শিক্ষার্থী। বিকেল হলেই বেরিয়ে পড়েন দরিদ্র রোজাদারের খোঁজে। যেখানে দেখা মিলে অসহায় রোজাদার ব্যক্তি সেখানেই দেওয়া হয় মানসম্মত ইফতারি।

শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণ, রেল স্টেশন ও ট্রাফিক মোড়সহ বিভিন্ন স্থানে ইফতারি বিতরণ করতে দেখা যায় একদল শিক্ষার্থীকে।

এ সময় মেহেদী হাসান, নিশাদ বাবু, এনটি স্মরণ, রিয়া মনি, আল নাঈমী নিসা, শামসুর রহমান রিদয়, শরিফুল ও শাকিলসহ আরও অনেক শিক্ষার্থী ইফতারি বিতরণ করছিলেন।

স্থানীয়রা জানান, গাইবান্ধার শহর এলাকার বেশ কিছু শিক্ষার্থী ‘সৃজনশীল গাইবান্ধা’ নামের একটি প্লাটফর্ম দ্বার করেছে। এর ব্যানারে রমজান মাসব্যাপী ইফতারি বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে তারা। প্রতিদিন বিকেল হলেই ইফতারি হাতে নিয়ে দরিদ্র রোজাদারদের খোঁজে বেরিয়ে পড়েন শিক্ষার্থীরা।

এ সময় সুবিধা বঞ্চিত রোজাদারদের হাতে তুলে দেন ইফতারি প্যাকেট। ইফতারি প্যাকেটে রয়েছে-খিচুড়ি, খেজুর, ডিম, সালাদ, মুড়ি, খেজুর, ফল, বুট, বুরিন্দা, পিঁয়াজি, বেগুনী প্রভৃতি।

খালেক মিয়া নামের এক রিকশা চালক জানান, বিকেলে বেরিয়েছেন গাড়ি নিয়ে। লকাডাউনের কারণে যাত্রী নেই। মুখে রোজা নিয়ে রিকশায় বসে অলস সময় পাড় করছিলাম। ইফতার করব কি দিয়ে টাকাও নেই পকেটে। এমন সময় একদল ছেলে-মেয়ে ইফতারির একটি প্যাকেট দিয়ে গেল।

‘সৃজনশীল গাইবান্ধা’র মেহেদী হাসান বার্তা২৪.কমকে জানান, রমজান মাস মানেই আনন্দের মাস। সারাদিন রোজা রেখে ইফতারের সময় নানান ধরনের খাবারের আয়োজন থাকে আমাদের। তবে এই রমজান মাস অনেকের কাছে আনন্দের নয়। কারো কারো কাছে এই রমজান মাস ভয়ানক যন্ত্রণার। এমন দরিদ্র রোজাদারদের মাঝে ইফতারি দেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর