করোনার কারণে সরকারি ছুটিতেও কাজের জন্য শ্রমিকদের ঢাকায় প্রবেশ করতে হলে অবশ্যই ফ্যাক্টরি আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।
শনিবার (২ মে) কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
এতে বলা হয়েছে, কোনো শ্রমিককে কারখানার কাজের জন্য ঢাকায় আসার প্রয়োজন হলে তাকে অবশ্যই ফ্যাক্টরি আইডি কার্ড সঙ্গে বহন করতে হবে এবং সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষকে প্রদর্শন করতে হবে। অন্যথায় ঢাকায় প্রবেশ পথে ঘাট ও স্থানে তাদের কে প্রবেশের অনুমতি প্রদান করা যাবে না।
উল্লেখ্য, যে ইতোমধ্যে ঢাকার বাইরে অথবা দূর-দূরান্ত থেকে পোশাক শ্রমিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকায় আগমনে মালিক কর্তৃপক্ষের নির্দেশ করা হয়েছে।